গাজীপুর ও চট্টগ্রামে ২ বাসে আগুন
বিএনপি-জামায়াতের ৭২ ঘন্টার অবরোধ শুরু
গাজীপুর ও চট্টগ্রামে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতের ৭২ ঘন্টার অবরোধ শুরু আগের রাতে এ ঘটনা ঘটে।
সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম নগরের গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় একটি মিনিবাসে আগুন দেয়া হয়।
চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার খান খলিলুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। ধারণা করা হচ্ছে মিনিবাসটিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।
অপরদিকে সোমবার রাত সোয়া ৮টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার ফাহিম আশজাজ জানান, ভাওয়াল বদরে আলম কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় ৮/১০ জন দুর্বৃত্ত। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের কিছু অংশ পুড়ে গেছে।
বাসন থানার ওসি আবু সিদ্দিক বলেন, “ঘটনার সময় বাসে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ার কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা আগুন লাগিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।