‘টাইগার থ্রি’ দেখা যাবে বাংলাদেশে
আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে সালমান খানের ‘টাইগার থ্রি’। শাহরুখের পাশাপাশি এবার ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে হৃতিককেও।
সলমান-ক্যাটরিনার জুটি এবারেও চড়াবে উন্মাদনার পারদ। কিং খানকেও দেখা যাবে টাইগার ৩-এ। ছবিতে খল চরিত্রে দেখা যাবে ইমরান হাসমিকে। শাহরুখ-সলমানকে দেখার উচ্ছ্বাস তো আছেই অনুরাগীদের মনে। সঙ্গে রয়েছে এক নয়া ধমাকা।
১২ নভেম্বর ভারতসহ বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে। আমদানির মাধ্যমে বাংলাদেশে ‘টাইগার থ্রি’ মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করার পর সিনেমাটি দেশে মুক্তির অনুমতি পেয়েছে বলেই জানান জাজের কর্ণধার আবদুল আজিজ।
তিনি বলেন, আমরা টাইগার থ্রি বাংলাদেশে আমদানি করার আবেদন করেছিলাম। মন্ত্রণালয় আমাদের অনুমতি দিয়েছে। ১২ নভেম্বর ভারতে ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে টাইগার থ্রি বাংলাদেশেও মুক্তি পাবে।
ইয়াশ রাজ ফিল্মের আদিত্য চোপড়া প্রযোজিত মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। এর সিনেমার মাধ্যমে ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে। এই ছবির ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।