প্রশংসায় ভাসছেন ‘ম্যাক্সওয়েল’

প্রশংসায় ভাসছেন গ্লেন ম্যাক্সওয়েল। সাবেক, বর্তমান ক্রিকেটারদের সবার মুখে যেন একটাই নাম ‘ম্যাক্সি’। ভারতীয় ব্যাটিং গ্রেট শচিন টেন্ডুলকার তো বলেই দিয়েছেন, তার দেখা সেরা ওয়ানডে ইনিংস এটি।

চরম স্তুতি পাওয়া মতোই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেললেন অতিমানবীয় এক ইনিংস। চার উইকেট যাওয়ার পর ম্যাক্সওয়েল দলের দুঃসময়ে ক্রিজে এসে শুধুই সপাটে ব্যাট চালিয়ে গেছেন। পরে অন্য প্রান্তে তিন উইকেট চলে গেলেও বিচলিত হননি। একের পর এক ৪-৬ এ রশিদ-মুজিবদের দারুণভাবে শায়েস্তা করে গেছেন।

তার সাক্ষী হলো হাজারো দর্শক-সমর্থক। ২০১ রানের মন জুড়ানো ইনিংসে কী ছিল না! রানের ফোয়ারা ছোটাতে গিয়ে শরীরে একের পর আঘাতেও চূর্ণ হননি। মাটি কামড়ে পড়ে থেকে যেন শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে শুধু আফগানদের বিপক্ষে হারই এড়াননি, অস্ট্রেলিয়াকে তুলেছেন বিশ্বকাপের সেমিফাইনালে। ১২৮ বলে ২০১ রান করে অস্ট্রেলিয়াকে শুধু জেতাননি, ক্রিস গেইলের বিশ্বকাপে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দিলেন ম্যাক্সওয়েল। অজিরা কেন বিশ্বকাপে পাঁচবার চ্যাম্পিয়ন, কেনই বা তারা ষষ্ঠবারের মতো কাপ জিততে চায় তা যেন ম্যাক্সওয়েলের ইনিংস আরও একবার মনে করিয়ে দিলো সবাইকে। এক পায়ে ভর দিয়ে তার টর্নেডো ইনিংসে লন্ডভন্ড প্রতিপক্ষ শিবির। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে ডাবল সেঞ্চুরির পাশাপাশি গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে সাবেকদের প্রশংসায় ভাসছেন ম্যাক্সওয়েল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ম্যাক্সওয়েলের প্রশংসায় শচীন লিখেছেন, ‘ইব্রাহিম জ়াদরান অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ খেলেছে। তার ব্যাটের কারণে আফগানিস্তান একটা বড় রান করতে পেরেছে। ম্যাচে ৭০ ওভার আফগানরা ভালো খেললেও, শেষের ২৫ ওভার গ্লেন ম্যাক্সওয়েল তাদের জেতার আর কোনো সুযোগ দেয়নি। ম্যাক্স (ম্যাক্সিমাম) প্রেসারে থেকে ম্যাক্স পারফরম্যান্স। তিনি তো জানিয়েই দিলেন, এটা তার দেখা জীবনের সেরা ইনিংস।’

শচীনের মতো ম্যাক্সির এই ইনিংস অনেকের চোখেই সেরা ইনিংস হতে পারে। কারণ, ক্রিকেটের বাইশ গজে তো আর রোজ রোজ এমন ব্যাটিং প্রদর্শনী দেখা যায় না।

পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার বলছেন তার এই ইনিংসটি ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, এমন মানসিক ও শারীরিক প্রতিভার স্বাক্ষী হতে পারাটা সম্মানজনক এক বিষয় ছিল। ম্যাক্সওয়েল যা দুর্দান্তভাবে করে দেখিয়েছে। নি:সন্দেহে এটি একদিনের ক্রিকেটে সর্বকালের সেরা ইনিংসগুলোর একটি।

ব্যাট হাতে ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসটি সাবেক ভারতীয় সাবেক পেসার ইরফান পাঠানের কাছে সারা জীবন মনে রাখার মতো একটি ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের কথা জানান তিনি। ইরফান পাঠান বলেন, কিছু কিছু ম্যাচ জেতানো ইনিংস আপনার মনে গেঁথে থাকবে। ম্যাক্সওয়েলের ইনংসটিও তেমনই।

বিশ্বকাপে এর আগে দুজনের ডাবল সেঞ্চুরি ছিল। দুজনেই ২০১৫ বিশ্বকাপে সেই কীর্তি গড়েন। গেইলের সঙ্গে ওই আসরে দুইশ করেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ম্যাক্সওয়েলের সবশেষ ইনিংস যেন অন্যদের ছাড়িয়ে গেলো। পরে ব্যাট করে কিংবা মিডল অর্ডারে নেমে দারুণ এক অবিশ্বাস্য ইনিংস, অনবদ্য-অবিস্মরণীয়।