পার্কভিউ হাসপাতালে লিভার সার্জারি বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

জটিল লিভার সার্জারি নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে চট্টগ্রামের বেসরকারি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘পার্কভিউ হাসপাতালের উদ্যোগে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) পার্কভিউ হাসপাতালে অডিটোরিয়ামে “Liver Surgery-An Overview” শীর্ষক এই বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা জানান,লিভার সার্জারি একটি জটিল মেডিকেল টার্ম। তবে চিকিৎসার ব্যবস্থার আধুনিকতার কারণে বর্তমানে লিভারের অনেক অসম্ভব অপারেশন এখন সহজ হয়েছে।

ডা. তানজিলা তাবিব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন পার্কভিউ হাসপাতালের জেনারেল ও হেপাটোবিলিয়ারি সার্জন ডা. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্যানেল অফ এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এস এম আশরাফ আলী, প্রফেসর, ডা. এম আর খান, প্রফেসর ডা. সাইফুল হক।

সেমিনারে প্যানেল অফ এক্সপার্ট প্রফেসর ডা. সাইফুল হক তার বক্তব্যে বলেন, বাংলাদেশের বেসরকারি হাসপাতালের মধ্যে ঢাকার পর চট্টগ্রাম বিভাগে পার্কভিউ হাসপাতালে আধুনিক সকল জটিল সার্জারি সম্পন্ন করার সুযোগ আছে।যে কারণে এই হসপিটাল অবশ্যই প্রশংসার দাবি রাখে।

সেমিনারে প্যানেল অফ এক্সপার্ট প্রফেসর ডা. এস এম আশরাফ আলী লিভার সার্জারির বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোকপাত করেন। এছাড়া লিভার সার্জারি সুবিধা চালু করায় তিনি পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।

সেমিনারে অন্যান্যদের মধ্যে পার্কভিউ হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল মাহমুদ, মেডিকেল ডিরেক্টর (ল্যাব সার্ভিস) ডা. আহামদ রহিম, ডিরেক্টর (কম্প্লায়েন্স) ডা. সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী, মার্কেটিং ম্যানেজার জাহিদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ আবদুল্লাহ আল হাসনাইন, ডিজিটাল মাকেটিং এক্সিকিউটিভ এস. এম আরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।