৭৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হলো মেসির জার্সি

বিশ্বকাপে অবিশ্বাস্য ফর্মে থাকা লিওনেল মেসির পারফরম্যান্সে ভর করে আর্জেন্টিনা হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। ইতিহাস গড়া মেসির বিশ্বকাপে পরা ছয়টি জার্সি নিলামে বিক্রি হয়ে গেলো ৭৮ লাখ মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৮৫ কোটি ৩৫ লাখ টাকা।

কাতারে খেলা আর্জেন্টিনার ছয় ম্যাচে প্রথমার্ধে পরা মেসির ছয়টি জার্সি নিলামে তোলে টেক স্টার্টআপ এসি মোমেন্টো। কারা সেগুলো কিনেছে, তা প্রকাশ করা হয়নি। গত ২০ নভেম্বর আর্জেন্টিনা অধিনায়ক জার্সিগুলো নিলামে উঠছে বলে ঘোষণা দেন। এই অর্থের কিছু অংশ বার্সেলোনার শিশু হাসপাতালে দান করা হবে জানান তিনি।

অবশ্য কোনও রেকর্ড ভাঙতে পারেনি মেসির এই জার্সি। মাইকেল জর্ডানের ১৯৯৮ সালের এনবিএ ফাইনালস গেম ওয়ান জার্সি ২০২২ সালের সেপ্টেম্বরের নিলামে বিক্রি হয়েছিল ১১ লাখ মার্কিন ডলারে, এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ।