দেশে ফিরল শিরোপাজয়ী যুবারা
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
২০১৮ সালে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে শেষ বলে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছিল বাংলাদেশের যুবাদের। এবার সেই স্টেডিয়ামেই ইতিহাস লিখল নতুন প্রজন্মের যুবারা। ২০২০ সালে যুব বিশ্বকাপের পর আরও একবার বাংলাদেশের ক্রিকেটে বড় সাফল্য এল যুবাদের হাত ধরে। এবার এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের মুকুট পরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে দেশে ফিরেছেন তারা।
বিমান বন্দরে পা রাখার পর এশিয়া কাপ জয়ী দলের সদস্যদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি।
এদিকে, যুব ক্রিকেটাররা এমন স্মরণীয় মুহূর্ত এনে দেওয়ায় ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে তারা সেই আমন্ত্রণে যোগ দেবে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, একদিন আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জিতেছেন বাংলাদেশি যুবারা।
শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে উঠা বাংলাদেশ সেমিতে টুর্নামেন্টে একক আধিপত্য বজায় রাখা ভারতকে হারিয়ে দেয়। ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে স্রেফ উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ফাইনালে আশিকুর রহমান শিবলীর দুর্দান্ত সেঞ্চুরিতে ২৮২ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ যুব দল। পরে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে মাত্র ৮৭ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ।