চট্টগ্রামে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ী এম ইউ এম আবুল হোসাইন ও তাঁর স্ত্রী ফয়জুন নেছা হোসাইনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবুল হোসাইন মেসার্স আকর্স ট্রেডিং কোম্পানি, ইউনিশিপ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং মেসার্স মাউ সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজের মালিক।
বৃহস্পতিবার দুদকের চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়।
দুদকের সহকারী পরিচালক এমরান হোসেন জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ার পর তাদের নোটিশ করা হয়। তারপর প্রাথমিক অনুসন্ধান করে আবুল হোসাইন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।
মামলায় আবুল হোসাইনের বিরুদ্ধে ৭ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তোলা হয়েছে। তাঁর স্ত্রী ফয়জুন নেছার বিরুদ্ধে তোলা হয়েছে ৯৯ লাখ ৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ।