কুইজ সোসাইটির উদ্যোগে ববিতে কুইজ প্রতিযোগিতা
২১শে ফেব্রুয়ারি,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি (বিইউকিউএস)। আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল প্রতিযোগিতায়। বিজয়ী ১ম পাঁচজন প্রতিযোগীকে তৎক্ষনাৎ পুরস্কৃত করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন কুইজ সোসাইটির উপদেষ্টা ববি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া নমি। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “একুশ আমাদের চেতনা, একুশ আমাদের অহংকার। একুশের চেতনা বুকে ধারণ করতে, সকলেরই উচিত ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক জ্ঞান অর্জনে ব্রতী হওয়া। প্রতি বছর ভাষার মাসে কুইজের আয়োজন ভাষার প্রতি শিক্ষার্থীদের জ্ঞান ও ভালোবাসা দুই-ই বাড়িয়ে তুলবে। এমন ধরনের প্রতিযোগিতা আয়োজনর জন্য বিইউকিউএস কে সাধুবাদ জানাই। ”
আরো উপস্থিত ছিলেন বিইউকিউএসের সভাপতি সেতু খানম, সোসাইটির সহ-সভাপতি মো: রবিউল ইসলাম, সহকারী পরীক্ষক ফারজানা মারিয়া ইভা, সহ অর্থসম্পাদক নাহিদা আক্তারসহ সমিতির অন্যান্য সদস্যরা।