তামিমকে বাদ দেওয়া হয়নি : মাশরাফি
বাংলাদেশের বিশ্বকাপ দলের সঙ্গে ভারতে যাচ্ছেন না তামিম ইকবাল। গতকাল আনুষ্ঠানিক ঘোষণায় তা জানিয়ে দিল বিসিবি। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হলো বিসিবির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে।
এদিকে তামিম না থাকায় বিসিবির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন দেশের হাজারো ক্রিকেট ভক্ত। কিন্তু টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলছেন, বাদ দেয়া হয়নি, তামিম নিজেই নাকি বিশ্বকাপ দলে থাকতে চাননি।
সাবেক অধিনায়ক বলেছেন, ‘একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে—তামিমকে বাদ দিয়েছে, আসলে সত্য হলো, তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধান অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।’
তবে তামিম কেন দলে থাকতে চাননি তার উত্তর মাশরাফির কাছে নেই বলে জানিয়েছেন তিনি। উত্তরটা শুধু তামিম দিতে পারবেন বলে সবশেষ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া ‘নড়াইল এক্সপ্রেস’ বলেছেন, ‘এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নেই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’