প্রথমবারে ‘জয় বাংলা কনসার্টে’ মাতবে চট্টগ্রাম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের স্মরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’।এবারই প্রথমবারের মতো চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এই কনসার্ট আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে এ আয়োজনের সকল প্রস্তুতি শেষ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মহানগর পুলিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল থেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ কনসার্ট।

এবারের কনসার্টে আর্টসেল, নেমেসিস, চিরকুটসহ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করবে। এছাড়া জনপ্রিয় শিল্পীরাও কনসার্টে গান করবেন।

এছাড়া কনসার্টে অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দেশনামূলক সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

নির্দেশনাগুলো হলো: মূল ফটকে টিকিটের প্রাথমিক স্ক্রীনিং হবে, তারপর স্টেডিয়ামের নম্বরযুক্ত গেইটে স্ক্যান করা হবে। বারকোড স্ক্যানার দ্বারা পাঠযোগ্য হতে হবে।

গেইট দুপুর ১২টায় খোলা হবে, একবার অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে পুনরায় প্রবেশের অনুমতি দেয়া হবে না।

১২ বছরের কম বয়সী শিশুদের অনুষ্ঠানে প্রবেশের অনুমতি দেয়া হবে না।
বাইরের কোনো খাবার বা পানীয় অনুমোদিত হবে না। অনুষ্ঠানস্থলেই খাবার ও পানি পাওয়া যাবে।

অনুষ্ঠানস্থলের ভিতরে কোনো প্রকার তামাক বা তামাকজাত দ্রব্য প্রবেশ করতে দেয়া হবে না।

এছাড়া অনুষ্ঠানস্থলে সিসিটিভি ও ক্যামেরা চালু থাকবে। তাই টিকিটধারী শ্রোতাদের নিজেরা চিত্রগ্রহণ এবং ভিডিও রেকর্ডিং করলে সেখানে কর্তৃপক্ষের কোনো বিধিনিষেধ থাকবে না। তবে ফোনের ক্যামেরা ব্যতীত অন্য যে কোনো ধরনের ক্যামেরা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলের ভিতরে ইলেকট্রনিক সিগারেট, ভ্যাপ এবং এই ধরনের কোনো বৈদ্যুতিক যন্ত্রের অনুমতি দেয়া হবে না।

এছাড়া অনুষ্ঠানস্থলের ভিতরে কোনো ধরনের ব্যাগ রাখা যাবে না। সেইসঙ্গে মহিলাদের ১০ ইঞ্চি বাই ৬ ইঞ্চির চেয়ে বড় পার্স না আনতেও নির্দেশনা দেয়া হয়েছে।

২০১৫ সাল থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট আয়োজন করে আসছিল বাংলাদেশ আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। করোনা মহামারির কারণে ২০২১ ও ২২ সালে কনসার্ট হয়নি।

জয় বাংলা কনসার্টের প্রস্তুতি দেখতে গতকাল বুধবার ( ৬ মার্চ) বিকেলে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান সিআরআই এর ট্রাস্টি নসরুল হামিদ।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এই কনসার্ট চট্টগ্রামের তরুণ সমাজকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে সহায়তা করবে।

কনসার্ট উপভোগের জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যাবে এই লিংকে: https://ticket.youngbangla.org/ ।

এছাড়া আয়োজক ইয়াং বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে কনসার্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে: https://www.facebook.com/photo?fbid=783320870511963&set=a.49244825626 ।

অনলাইনে রেজিস্ট্রেশন লিংকে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম-নিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস দিতে হবে। অনলাইনে নিবন্ধন হলেই পাওয়া যাবে প্রবেশ টিকেট।