শ্রমিক বিক্ষোভে উত্তাল মিরপুর
যান চলাচল বন্ধ
বেতন বৃদ্ধি ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীর মিরপুর এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। বুধবার (১ নভেম্বর) মিরপুর ১ নম্বরের মূল সড়কে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের অবস্থান করতে দেখা যায়।
মিরপুর ১ নম্বর এলাকা ছাড়াও ১০, ১১, ১৩ ও ১৪ নম্বর এলাকায় শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে। লাঠিসোঁটা হাতে অবস্থান নিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। এসময় বন্ধ হয়ে যায় যানচলাচল।
সরেজমিনে দেখা যায়, লাঠি হাতে কয়েকশ শ্রমিক মিরপুর ১ নম্বর গোলচত্বরে অবস্থান করছেন। টেকনিক্যাল থেকে আসা সব ধরনের যানবাহন ঘুরিয়ে দিচ্ছেন তারা। শ্রমিক আন্দোলনের ভয়ে আশপাশের ব্যবসায়ীরাও তাদের দোকানপাট বন্ধ করে দিয়েছেন। এ ছাড়া ক্যামেরা দেখলে তেড়ে আসছেন শ্রমিকরা। কিন্তু এখন অবদি ঘটনাস্থলে পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি।
মিরপুরে শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর হামলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক সংবাদকর্মী। রাকিব হাসান নামের এক সংবাদকর্মী জানান, তিনি শ্রমিকদের বিক্ষোভের ভিডিও ধারণ করার সময় হঠাৎ কয়েকজন শ্রমিক লাঠি দিয়ে তাকে আঘাত করে। এতে হাত থেকে তার মোবাইল ফোনটি মাটিতে পড়ে যায়। পরে অন্য সহকর্মীরা এসে তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়। তার অভিযোগ- কেউ ভিডিও করতে দেখলেই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে উঠছে। অনেকের মোবাইল জব্দ করে লাইভ ডিলিটও করাচ্ছে।
এর আগে, সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোশাক শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেয়। সেসময় ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যায় তারা। এ সময় কয়েকটি গার্মেন্টসের ফটক ভাঙচুর করতে দেখা যায় শ্রমিকদের।