হাতকড়া কাটতে গিয়ে ধরা একাধিক চুরির মামলার আসামি
চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি মো. মনির (২৫)কে আটক করেছে ট্রাফিক পুলিশের সার্জেন্ট সুখেন চন্দ্র দে।
সোমবার (১ জানুয়ারি) রাত পৌনে ৮ টায় সিএসডি গোডাউন রাস্তার মাথায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ।
আটক মো. মনির বাগেরহাট জেলার সদর থানার দক্ষিণ সরৈ গ্রামের আব্দুল গণি মোল্লার ছেলে। তিনি সোমবার বিকেলে পুলিশের হাতে আটক হয়েছিলেন।
জানা যায়, মনির পানির মোটর চুরি করে পালানোর সময় ধরা পড়ে স্থানীয় জনতার হাতে। তারা উত্তম মধ্যম দিয়ে তাকে তুলে দেন টহল পুলিশের হাতে। টহল পুলিশ হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় সে ছুটে পালিয়ে যায়। পরে রাত পৌনে ৮ টার দিকে মনির নগরীর হালিশহর থানাধীন বড়পোল সিএসডি গোডাউনের সামনে ভাঙারির দোকান খুঁজছিল হাতকড়া কাটাতে। এ খবর পেয়ে সেখানে কর্তব্যরত সার্জেন্ট সুখেন চন্দ্র দে এক কনস্টেবলকে নিয়ে ছুটে যান ওই দোকানে। পাকড়াও করেন মনিরকে। পরে হালিশহর থানা পুলিশকে খবর দিলে এসআই মোজাম্মেল হক এসে তাকে আটক করে নিয়ে যান।
এ বিষয়ে সার্জেন্ট সুখেন চন্দ্র দে জানান, আমি আমার দায়িত্ব পালন করেছি। আমার বিশ্বাস, আমার জায়গায় অন্য অফিসার থাকলেও একই কাজ করতেন।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ জানান, আমরা প্রাথমিকভাবে খোঁজ-খবর নিয়ে জেনেছি, মনির মাদকাসক্ত এবং পেশাদার চোর। বাগেরহাটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা আছে। তার কথাবার্তা অসংলগ্ন। জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তিন দিন আগে তিনি বাগেরহাট থেকে চট্টগ্রাম শহরে আসেন। ভাসমানভাবে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। সোমবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু সে পালিয়ে আসে। তবে কোন জায়গায় সে গ্রেফতার হয়েছিল, সেটা নিশ্চিত করে বলতে পারছে না।