ঝুঁকি নিয়ে পিকআপে ঈদযাত্রা
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে জীবনের ঝুঁকি নিয়ে ছুটছে ঘরমুখো মানুষ। এতে করে ঈদযাত্রায় ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। দুর্ঘটনা রোধ করতে চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে ৩৩ জন মানুষ বহনকারী ঢাকা মেট্রো ঠ ১১- ০৫০৬ সিরিয়ালের একটি পিকআপ ভ্যানটি আটক করে পুলিশ সার্জেন্ট সুখেন চন্দ্র দে। এছাড়া পিকআপটির প্রত্যেক কাগজ পত্রের মেয়াদোত্তীর্ণ।
ঈদযাত্রায় বাসের অল্প দূরত্বে বেশি ভাড়া এবং ট্রেনের টিকিট না পাওয়ায় ঝুঁকি নিয়ে চট্টগ্রাম ছাড়ছেন নগরের অসংখ্য নিম্ন আয়ের মানুষ। গৃহকর্মী, রাজমিস্ত্রী, রিকশাচালক, দিনমজুর এবং ভিক্ষুকরাও পর্যন্ত পিকআপ ভ্যান, ট্রাক, লেগুনা; এমনকি অটোরিকশায় করেও যার যার গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
ঈদের আনন্দ উপভোগ করতে পরিবারের কাছে ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় ঝুঁকি নিতে বাধ্য করছে চট্টগ্রামের নিম্ন আয়ের মানুষকে।
এসময় পিকআপের এক যাত্রী বলেন, বাসের সংকট রয়েছে, তাছাড়া বাসের ভাড়াও বেশি নিচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করে বাস না পেয়ে খোলা পিকআপে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি।
এতে ঝুঁকি থাকলেও বাধ্য হয়েই চলাচল করতে হচ্ছে বলে তিনি জানান।
ঈদুল ফিতরে ঝুঁকিপূর্ণ যাত্রা না করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গত রোববার রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, জনগণের ঈদযাত্রা যেন স্বস্তিদায়ক হয়, সে জন্য পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে।
ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা না করার অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, ‘আমরা সম্মানিত যাত্রীদের বলতে চাই, আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো বাহনের যাত্রী হবে না।’