গাজীপুরে নতুন স্কেলে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরে সরকার ঘোষিত নতুন স্কেলে বেতন ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে তিনটি কারখানার প্রায় তিন হাজার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড এলাকার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন অলওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা মাওনা-ফুলবাড়ীয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

তিন কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, জানুয়ারি মাসে সরকার ঘোষিত নতুন স্কেলে আমাদের বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ আমাদের পাওনা পরিশোধ করেনি। একাধিকার এসব বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও তারা গুরুত্ব দেয়নি। শ্রমিকরা আন্দোলন করছে। বাৎসরিক (অর্জিত) ছুটির টাকা পরিশোধ না করে কর্তৃপক্ষ স্যালারি শিটে জোর করে স্বাক্ষর নেয়। শ্রমিকরা হলিডে (সাপ্তাহিক ছুটির দিন) ও ওভারটাইমসহ বিভিন্ন বিষয়ে বিক্ষোভ প্রকাশ করেন।

পরে সমাধানের আশ্বাস পেয়ে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ বেলা ১২টার দিকে আজকের জন্য ছুটি ঘোষণা করে।

গাজীপুর শিল্প পুলিশ শ্রীপুর জোনের ইন্সপেক্টর আসাদ জানান, বিভিন্ন দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে মাওনা-ফুলবাড়ীয়া সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়।