গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলা
নিহত কমপক্ষে ৯
ফিলিস্তিনের দক্ষিণ গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের পর বেশ কয়েকজন নিহত হয়েছেন। গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের একটি সংস্থার প্রধান এ তথ্য জানান।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের একটি হাসপাতালে ঢুকে চিকিৎসাকর্মীদের গ্রেপ্তার করেছে। এতে হাসপাতালে স্বাস্থ্য সেবা বন্ধ হয়ে গেছে।
এদিকে গাজায় ইসরায়েলি হামলার ব্যাপারে আলোচনা করতে তুরস্কে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গাজায় ইসরায়েলি হামলা কিভাবে রোধ করা যায় সে বিষয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করবেন রাইসি।
গত ৭ অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ২৫ হাজার ৭শ জন নিহত এবং ৬৩ হাজার ৭শ৪০ জন আহত হয়েছেন।