ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নিশ্চিত বাইডেন

সব জল্পনার অবসান। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২০১৯ সালেরই পুনরাবৃত্তি হতে চলেছে। অর্থাৎ বাইডেন বনাম ট্রাম্প। প্রায় সাত দশক পরে মার্কিন নির্বাচনে পর পর দুবার একই প্রতিদ্বন্দ্বীরা লড়বেন মসনদের জন্য।

মঙ্গলবার ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন নিশ্চিত করলেন বাইডেন।

মনোনয়ন প্রাপ্তি নিশ্চিত হওয়ার পর বাইডেন এক বিবৃতিতে বলেন, তাকে এই সম্মানে ভূষিত করার জন্য তিনি সম্মানিত অনুভব করছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে ‘স্বাধীনতা ও গণতন্ত্র’ ঝুঁকির মধ্যে আছে। আর ট্রাম্প সাধারণ নির্বাচনের দিকে মনোনিবেশন করায় তা আমেরিকার জন্য হুমকি সৃষ্টি করেছে। ‘এখন আমাদের দেশের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবে ভোটাররা।’

বাইডেনের সমালোচনা করে ট্রাম্প সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ‘আমাদের এখন জো বাইডেনকে হারানোর জন্য কাজ করতে হবে।’ তিনি আসন্ন নির্বাচন সম্পর্কে তার সমর্থকদের বলেন যে ‘এবারের নির্বাচন আপনাদের অংশ নেয়া সব নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’