আত্মসমর্পণ করবেন ড. ইউনূস
দুদকের মামলায় রোববার ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। একই সঙ্গে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজিরা দেবেন তিনি।
ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, শ্রম আইন ট্রাইব্যুনালের মামলায় হাজিরা দিয়ে জামিন বর্ধিত করতে আবেদন করা হবে। ঢাকা মহানগর আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইবেন।
রোববার সকাল ১০টায় শ্রম আপিল আদালতে হাজির হবেন ড. ইউনূস। আজ তার এক মাসের জামিনের মেয়াদ শেষ হচ্ছে।
এর আগে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
গত ১ ফেব্রুয়ারি উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। মামলায় দুদক ১৩ জনকে আসামি করলেও অভিযোগপত্রে জাতীয় শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক কামরুল হাসানের নাম যুক্ত করা হয়।
এদিকে শ্রম আইন লঙ্ঘন মামলায় গত ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনুসকে কারাদণ্ড দেন আদালত। রায়ের পরপরই জামিনের আবেদন করলে ওইদিনই তাকে জামিন দেওয়া হয়।
এরপর গত ২৮ জানুয়ারি নিম্ন আদালতের আদেশে এক মাসের যে জামিন দেওয়া হয়েছিল তা বাড়ানোর জন্য আবেদন করেন। রোববার ঢাকা মহানগর আদালতে তিনি আবার আত্মসমর্পণ করে জামিন চাইবেন।