সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী আটক
বিএনপি নেতা অসীমে বাসায় অভিযান
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজধানীতে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহারে তার নাম রয়েছে।
রোববার (৫ নভেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী থেকে আত্মগোপন থাকা অবস্থায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়েছে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদর দফতরে নেয়া হয়েছে।
এদিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অসীমের ধানমন্ডির বাসা প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার স্ত্রী-সন্তানরা এ সময় বাসায় অবস্থান করলেও ব্যারিষ্টার অসীম বাসায় ছিলেন না।
আজ (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টাব্যাপী বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয়বারের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। গত ২ নভেম্বর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।