যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মাদ্রাসার শিক্ষার্থী নিহত
রাজধানীর মাতুয়াইল ইউটার্ন মোড়ে রাস্তা পারাপারে সময় বাসের ধাক্কায় মো. মেহেদী হাসান (২৫) নামের এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার বিকেল আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল পৌনে চার টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বড় আলম পুর গ্রামের মাদ্রাসার ইমাম আব্দুল ওহাবের ছেলে মেহেদী।
পথচারী উম্মে রুমা ওরফে সিমু জানান, যাত্রাবাড়ী মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের কিছু অদুরে বুধবার দুপুর ২টার সময় ইউটার্ন মোরে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেলা সাড়ে ৩টার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: বাচ্চু মিয়া বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের মামা ওয়াহিদুল ইসলাম বিকালে তার মরদেহ শনাক্ত করেন।
মৃতের মামা মো. ওয়াহিদ বলেন, ভাগ্নে মেহেদী হাসান সাভারে একটি একটি মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগের শিক্ষার্থী ছিল। সাভার থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বিকেলে মাতুয়াইল ইউটার্ন মোড়ে রাস্তা পারাপারের সময় কোন যানবাহনের ধাক্কায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মেহেদী। পরে সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের ব্যবহৃত মোবাইল দিয়ে আমাদেরকে (মামা) খবর দেন, সে দুর্ঘটনার শিকার হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে মেহেদিকে মৃত অবস্থায় দেখতে পাই।