নয়াপল্টনে ইন্টারনেট বন্ধের নির্দেশ
রাজধানীর নয়াপল্টনে আজ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত টেলিকম অপারেটরকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এ সংক্রান্ত একটি নির্দেশনার কপি হাতে পেয়েছে বলে খবর দিয়েছে একটি ইংরেজি দৈনিক। প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এটি জারি করা হয়, ডাক ও টেলিকম বিভাগ এটির অনুমোদন দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে টেলিকম অপারেটরগুলোকে।
সূত্রটি জানায়, নয়া পল্টনে বিএনপির সমাবেশস্থলের চারপাশে ৭০০ মিটার পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিটিআরসি। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আজ রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ করছে বিএনপি। একইদিন দুই কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যদিও সেখানে ইন্টারনেট সেবা স্বাভাবিক আছে বলে জানা গেছে। এ ছাড়া পুলিশের মৌখিক অনুমতি পেয়ে মতিঝিলের আরামবাগ এলাকায় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত।