ইয়েমেনে মার্কিন-বিট্রিশ হামলা: সংঘাত এড়ানোর আহ্বান সৌদির
ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে যেকোনও সংঘাত এড়ানোর পাশাপাশি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব।
শুক্রবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবকাঠামোতে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের বিমান হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরব সংযম দেখানোর পাশাপাশি ‘উত্তেজনার বৃদ্ধি এড়াতে’ আহ্বান জানিয়েছে বলে শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
মূলত দুই মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এসব টানা হামলা চালানোর পর এখন হুথিদের লক্ষ্য করে সরাসরি হামলা চালাল ব্রিটিশ ও মার্কিনি সেনারা।
এই হামলায় হুথিদের অস্ত্র ভাণ্ডার, কমান্ড সেন্টারসহ বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
বৃহস্পতিবারের হামলার পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্বের ওপর সৌদি আরব জোর দিচ্ছে। কারণ, এই নৌপথে অবাধ বাণিজ্য ও নৌচলাচলের স্বাধীনতার নিশ্চিত করার বিষয়ে আন্তর্জাতিক দাবি আছে।’
এদিকে হুথি আন্দোলনের প্রধান আলোচক মোহাম্মদ আবদুল সালাম বৃহস্পতিবার বলেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা সৌদি আরবের সাথে শান্তি আলোচনাকে হুমকির মুখে ফেলবে না।