দ্বিতীয় ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ

ভারতের মাটিতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ সিরিজের উপর ভর করে বিশ্বকাপের দল গোছাবে বাংলাদেশ। তিন ওয়ানডে সিরিজের লড়াইয়ে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। আজ দ্বিতীয় ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। আবারও বাগড়া দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে আগের ম্যাচের মতোই দুপুর, বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা অনেকবেশি। ম্যাচ পুরোপুরি হওয়ার ক্ষেত্রে রয়েছে শঙ্কা।

বিশ্বকাপের আগে এটা হতে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকারদের মূল্যায়নের মঞ্চ। কিন্তু প্রথম ওয়ানডেতে যে বাংলাদেশ কোনও ব্যাটিংই করতে পারলো না! বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ওয়ানডেতেও একই অবস্থা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনও চোখ রাঙাচ্ছে বৃষ্টি! ফলে এই এদিনও পুরো ম্যাচ হবে কিনা তা নিয়ে সংশয় আছে।

মিরপুরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ টস জিতে বোলিং নিলেও সেটার গুরুত্ব মাঠে প্রমাণ করে দেখিয়েছে। খেলা হয়েছে ৩৩.৪ ওভার। তাতে দুই দফা বৃষ্টি হানা দিয়েছে।

প্রথমবার তো প্রায় ঘণ্টা দুয়েকের মতো! পরে তুমুল বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত করতে হয়েছে। তার আগে ১৩৬ রানে কিউইদের ৫ উইকেট নিতে পারে বাংলাদেশ দল। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নতুন বলে পাওয়ার প্লেতে কিউইদের দুই উইকেট তুলে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

ক্যারিয়ারে ৯০ ইনিংসে এমনটা করতে পেরেছেন মাত্র ৪বার! ফলে বিশ্বকাপের আগে এটা আশার সঞ্চার করেছে বাংলাদেশ শিবিরে। পরে উইল ইয়াং ও হেনরি নিকোলসের ৯৭ রানের জুটি ভেঙে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে তুলে দিয়েছেন তিনি। ২৭ রানে নিয়েছেন ৩ উইকেট।

বামহাতি স্পিনার নাসুম আহমেদও কম ছিলেন না। বৃষ্টি নামার আগে এক ওভারে জোড়া ধাক্কায় সফরকারীদের এলোমেলো করে দিয়েছিলেন। তাদের ওপর আরও চেপে বসার মুহূর্তেই শুরু হয় বর্ষণ।

দ্বিতীয় ম্যাচের আগে অবশ্য অনুশীলন করেনি স্বাগতিকরা। নিউ জিল্যান্ডও তাই। সুইমিং আর জিম সেশনে কাটিয়েছে দুই দল। বাংলাদেশ দলে আবার পেসার তানজিম হাসান সাকিবকে নিয়ে চোট শঙ্কা দেখা দিয়েছে। ফলে বিশ্রামে থাকা হাসান মাহমুদকে যুক্ত করা হয়েছে। এখন যে প্রত্যাশায় নতুন পরিকল্পনা, তাতে বৃষ্টি বাধা না হলেই হয়!