পরিসংখ্যানে কে এগিয়ে, ভারত না পাকিস্তান!

পাকিস্তান সৃষ্টি হওয়ার পর প্রথমবার টেস্ট সিরিজ খেলতে তারা পা রেখেছিল নতুন ভারত প্রজাতন্ত্রে। তারপর থেকে শুরু, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের বৈরিতা জমিয়ে তুলেছে তাদের ক্রিকেট লড়াই। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিদ্বন্দ্বিতা মানেই ভারত ও পাকিস্তানের ব্যাট-বলের লড়াই। ২২ গজে যুদ্ধের দামামা বাজিয়ে দুই দল নামছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্রমোদী স্টেডিয়ামে।

দুই দেশের মুখোমুখি লড়াই উত্তেজনাপূর্ণ আর আকাঙ্ক্ষিত হওয়ার অন্যতম কারণ কালেভদ্রে একসঙ্গে মাঠে দেখা যায় তাদের। ২০১৬ সালের পর থেকে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি তারা। কেবল আইসিসি ও এশিয়া কাপের ইভেন্ট হলেই ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষা ফুরোয়। আজ শনিবার আরেকবার অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মুখোমুখি হচ্ছে দুই দল।

গত কয়েক বছরের মতো এবারও হবে ভারতের ব্যাটিংয়ের বিরুদ্ধে পাকিস্তানের বোলিংয়ের লড়াই। সবশেষ এশিয়া কাপে দুই দলের সুপার ফোরের ম্যাচে জয় হয়েছিল ভারতের ব্যাটিং শক্তির। এবার ভিন্ন কিছু হবে নাকি, সেটাই দেখার অপেক্ষা।

বিশ্বকাপে এনিয়ে দুই দলের দেখা হচ্ছে অষ্টমবারের মতো। আগের সাতবারের লড়াইয়ে ভারত ৭-০ তে এককভাবে এগিয়ে। যদিও ওয়ানডের হেড টু হেডে পাকিস্তান ৭৩-৫৬ তে সামনে। বিশ্বমঞ্চে পরিসংখ্যান পক্ষে না হলেও তা আমলে নিচ্ছেন না পাকিস্তানি অধিনায়ক বাবর আজম, ‘অতীতে কী ঘটেছিল সেসবে আমি ওত বেশি মনোযোগ দেই না। সামনে কী, সেদিকে মনোযোগ আমার। এই রেকর্ডগুলো তৈরি হয় ভাঙার জন্য এবং আমরা ভেঙে ফেলতে চেষ্টা করবো।’

ভারত-পাকিস্তানের শেষ ১০ লড়াই :

১৫-০৬-২০১৩ : ভারত ৮ উইকেটে জয়ী, বার্মিংহাম

০১-০৩-২০১৪ : পাকিস্তান ১ উইকেটে জয়ী, ঢাকা

১৫-০২-২০১৫ : ভারত ৭৬ রানে জয়ী, অ্যাডিলেড

০৪-০৬-২০১৭ : ভারত ১২৪ রানে জয়ী, বার্মিংহাম

১৮-০৬-২০১৭ : পাকিস্তান ১৮০ রানে জয়ী, ওভাল

১৯-০৯-২০১৮ : ভারত ৮ উইকেটে জয়ী, দুবাই

২৩-০৯-২০১৮ : ভারত ৯ উইকেটে জয়ী, দুবাই

১৬-০৬-২০১৯ : ভারত ৮৯ রানে জয়ী, ম্যানচেস্টার

০২-০৯-২০২৩ : পরিত্যক্ত, পাল্লেকেলে

১০-০৯-২০২৩ : ভারত ২২৮ রানে জয়ী, কলম্বো

ওয়ান ডে ক্রিকেটে সব মিলিয়ে ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান :

ভারত জয়ী : ৫৬টিতে

পাকিস্তান জয়ী : ৭৩টিতে

টাই : ০

পরিত্যক্ত : ৫টি

 

এএইচএ