পোড়া চিনির বিষাক্ত লাভা কর্ণফুলী নদীতে ভেসে উঠছে মাছ ও জলজ প্রাণী
চট্টগ্রামের এস আলম গ্রুপের চিনি কারখানার আগুনে পোড়া চিনির বিষাক্ত রাসায়নিক লাভা কর্ণফুলী নদীর পানিতে মেশার কারণে বিভিন্ন প্রজাতির মাছ মরে ও দুর্বল হয়ে ভেসে উঠছে। এছাড়াও কাঁকড়া, সাপ-ব্যাঙসহ আরও জলজ প্রাণী বিভিন্ন অংশে মরে পড়ে থাকতে দেখেছেন…