ইয়েমেনে হুথিদের স্থাপনায় আবারও মার্কিন হামলা

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত স্থাপনায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী ।

বুধবার (১৭ জানুয়ারি) জাহাজ এবং সাবমেরিন-চালিত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে তারা।

একাধিক মার্কিন কর্মকর্তা বলেছেন, এ নিয়ে চতুর্থবারের মতো হুথি গোষ্ঠীটিকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে মার্কিন বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এই খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলাগুলো লোহিত সাগর থেকে চালানো হয়েছিল এবং সেগুলো এক ডজনেরও বেশি জায়গায় আঘাত হানে। বুধবার হুথিদের বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসীদের তালিকায় পুনরায় তালিকাভুক্ত করার একটি আনুষ্ঠানিক ঘোষণার পর এই হামলা চালায় যুক্তরাষ্ট্র।

হুথি চালিত আল-মাসিরাহ টিভি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছে, ধামার, হোদিদা, তাইজ, আল-বায়দা এবং সাদা অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে, শুক্রবার ইয়েমেন জুড়ে ৬০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন এবং ব্রিটিশ সামরিক বাহিনী। তখন তারা যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান ব্যবহার করে হুথিদের ওপর একটি ব্যাপক পরিসরের অভিযান চালায়। মার্কিন ও ব্রিটিশদের নিষেধাজ্ঞা এবং সামরিক হামলা সত্ত্বেও বাণিজ্যিক এবং সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে হুথিরা।