টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার মঞ্চে একাদশে ফিরেছেন অভিজ্ঞ দুই টাইগার ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের একাদশে ফিরেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। মূল্যায়নের সিরিজের প্রথম ম্যাচে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। আছেন নুরুল হাসান সোহানও।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ) হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর মত দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে বাংলাাদেশ। দলে ফিরিয়ে আনা হয়েছে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের মত অভিজ্ঞ খেলোয়াড়দের। তরুণ ও জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটারদের নিজেদের প্রমাণের বড় মঞ্চ হতে যাচ্ছে এই সিরিজ।
ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে দেখা যেতে পারে লিটন দাসকে। লম্বা সময় ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিন নম্বর পজিশনে জুনিয়র তামিমকে দেখা যাবে। এ ছাড়া মিডলঅর্ডার ব্যাটার হিসেবে রয়েছেন সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
নিউ জিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বাওয়েস, হেনরি নিকলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।
বিশ্বকাপের দল চূড়ান্তের সিরিজ শুরু:
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। মিরপুরে এই সিরিজের গুরুত্ব সেই অর্থে খুব একটা নেই। মূল স্কোয়াডের বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। মূলত এই সিরিজকে দেখা হচ্ছে ‘মূল্যায়নের’ সিরিজ হিসেবে। এখানে ভালো করা বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হবে বিশ্বকাপের স্কোয়াডে।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে, সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।
বিশ্বকাপ শুরুর আর দুই সপ্তাহ বাকি থাকলেও বাংলাদেশ এখনও তাদের স্কোয়াড ঘোষণা করেনি। কোন ১৫ জনকে নিয়ে ভারতে যাবে সেটা নিয়েই দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। অবশ্য বেশিরভাগ জায়গা চূড়ান্তই, কিছু জায়গায় আছে প্রশ্ন। সেই উত্তর পাওয়ার মিশনও তিন ম্যাচের এই সিরিজ। বিশ্বকাপের ঠিক আগে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। সাকিবের বদলে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। তবে ফিরেছেন দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ।
এছাড়া এশিয়া কাপের দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারও আছেন নিউজিল্যান্ড সিরিজে। মূলত আসন্ন বিশ্বকাপের দল চূড়ান্ত করতেই কয়েকজন ক্রিকেটারকে বাজিয়ে দেখার পরিকল্পনা এই সিরিজে। তাদের মধ্যে অন্যতম মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ ও শেখ মেহেদী হাসান। এদের পারফরম্যান্সের দিকে পাখির চোখ তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট।